বল দখল ও আক্রমণে দাপটটা ছিল স্পষ্টভাবে পর্তুগালের। কিন্তু পিছিয়ে ছিল না উরুগুয়েও, প্রতি আক্রমণে ভীতি ছড়িয়েছেন কারবাহাল-কাভানিরাও। কিন্তু এতোসব আক্রমণের পরেও জালের দেখা পায়নি কোনো দলই। স্কোরলাইন গোলশূন্য রেখেই প্রথমার্ধ শেষ করতে হয়েছে পর্তুগাল-উরুগুয়েকে। 

সোমবার রাতে বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হয়েছে উরুগুয়ে। লুসাইল স্টেডিয়ামের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। বল দখলেও আধিপত্যটা জোরালোভাবেই ধরে রেখেছিল রোনালদোর দল। তবে ম্যাচের প্রথম ৩০ মিনিটে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি। 

রক্ষণ সামলে প্রতি আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছে উরুগুয়ে। ৩২তম মিনিটে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো বেন্তানকুর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন টটেনহ্যামের এই মিডফিল্ডার।

৪০ তম মিনিটে বড়সড় এক ধাক্কা খায় পর্তুগাল। চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নুনো মেন্ডেস। এরপর দুদলই তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারলে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয়।