ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত বাজছে। সেই সময় গ্যালারির এক অংশ দেখা গেল পেলের ছবি। দশ নম্বর জার্সিতে পেলে এবং সেখানে লেখা ‘গেট ওয়েল সুন’।

ব্রাজিল সমর্থকরা জাতীয় সংগীতের সময় কাপড় উচিয়ে ধরে এটি তৈরি করেছিলেন। একটি গোলপোস্টের পেছনে ব্রাজিলের কয়েক হাজার সমর্থক পেলেকে ভালোবাসার নির্দশন হিসেবে এটা করেন। জাতীয় সংগীত শেষে অবশ্য সেটা উঠিয়ে নেন।

ব্রাজিলের কোচ তিতে গতকাল সাংবাদিক সম্মেলনে পেলের সুস্থতা কামনা করেন। ব্রাজিল দলের সবাই তাকে বিশেষ শ্রদ্ধায় স্মরণ করছে সেটাও জানান। 

ফুটবলের কালো মানিক খ্যাত পেলে কয়েক বছর যাবতই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বার্ধক্যজনিত কারণে পেলের এখন অনেক সময় কাটাতে হয় হাসপাতাল ও চিকিৎসকের কাছে। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। 

এজেড/কেএ