দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন প্রায় শেষের দিকে। সেই মুহূর্তে এক সাংবাদিকের প্রশ্ন, ‘পেলে খুব অসুস্থ। পেলের প্রতি আপনাদের অনুভূতি কি?’

প্রশ্নকর্তাকে ধন্যবাদ দেন ব্রাজিলের কোচ তিতে। দুঃখপ্রকাশ করে বলেন, ‘আসলে আমার ভুল হয়েছে সম্মেলনের শুরুতেই তার জন্য সুস্থতা চাওয়া প্রয়োজন ছিল।’ আগের ম্যাচের সম্মেলনে অবশ্য শুরুতেই পেলেকে স্মরণ করেছিলেন নেইমারদের কোচ। 

এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের একটি স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘তিনি কিংবদন্তি। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে তিনি এসেছিলেন। তার সঙ্গে সময় কাটিয়েছি। সেই সময় আমার হৃদস্পন্দনের গতি বেড়ে গিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে তিনি আমাকে স্বাভাবিক করেছেন। বলেছেন যাও খেলোয়াড়দের কাছে, তাদের জড়িয়ে ধরো।'

তিতের পাশে বসে থাকা সহকারী কোচ সিজার পেলেকে নিয়ে স্মৃতিচারণ করলেন, ‘খেলোয়াড়ি জীবনে তার ক্লাব সান্তোসে খেলেছি। সান্তোসের এক প্রীতি ম্যাচে আমরা এক সঙ্গেও মাঠে খেলেছি। তার সান্নিধ্য পাওয়া বিশেষ ব্যাপার। একজন অ্যাথলেট হিসেবে নয় তার কাছ থেকে মানুষ হওয়াও শিখেছি।’

সহকারী কোচের স্মৃতিচারণের পর আবার পেলেকে নিয়ে বলতে শুরু করেন তিতে, ‘বেশ কয়েকবারই তার সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তিনি সকলের আদর্শ। আমরা তাকে স্মরণ করি সব সময়। ব্রাজিল দল তার দ্রুত আরোগ্য কামনা করে।’

পেলে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ। গতকাল বিভিন্ন মাধ্যমে খবর হয়, তার জীবন খুব সংকটে। কয়েক ঘণ্টা পর অবশ্য পেলের সামাজিক মাধ্যমে পোস্ট হয়, তিনি হাসপাতালে থাকলেও সংকটাপন্ন অবস্থায় নেই।

এজেড/এনইউ