মিক্সড জোনে সাংবাদিকদের তিন জটলা। ফরাসি, পোলিশ সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইংরেজি জানা সাংবাদিকদের কাছে আসলেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ, ‘ও যে গতিতে খেলছে তাতে বিশ্বের যে কোনো রেকর্ডই ওর হতে পারে।’ 

বয়স মাত্র ২৩। এই অল্প বয়সেই ফুটবলে রেকর্ডের ঝড় বইয়ে দিচ্ছেন ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপে। দ্রুত গতি এবং অসাধারণ ফিনিশিংয়ের জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করতে হয়। ম্যাচে প্রতিপক্ষকে ঠেকাতে পারলেও অনুশীলনে এমবাপেকে ঠেকানো ফ্রান্স ডিফেন্ডারদের জন্য বড্ড কঠিন। ফরাসি অধিনায়ক বলেন, ‘এমবাপে অনুশীলনে আরো ভয়ঙ্কর। তার গতি ও শট দুটোই দারুণ। সে একজন অসাধারণ খেলোয়াড়।’ এমবাপেকে অনুশীলনে আটকানোর কৌশল ম্যাচে যথেষ্ট কার্যকর হয়। 

ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরুড। সেই অলিভার জিরুডও এখন এমবাপের আলোচনায় পেছনে। ৩৬ বছর বয়সী অলিভার অবশ্য সেটা উপভোগও করছেন, ‘সে দারুণ খেলছে। ফ্রান্স ও বিশ্ব ফুটবলের সম্পদ তিনি।’

ফ্রান্স গতবারের চ্যাম্পিয়ন। এবারও শিরোপার অন্যতম দাবিদার। কান্তে, পগবা ও বেনজেমাহীন ফ্রান্স কিছুটা চাপে ছিল। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই দুর্দান্ত প্রতাপে খেলছে ফরাসিরা। পল পগবাদের অনুপস্থিতি কোচ দেশম দুর্দান্তভাবে গুছিয়ে নিয়েছে। 

এজেড/এনইআর/এটি