নেইমার ফিরবেন তো? দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচের আগে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছিল বেশি। সেই প্রশ্নের উত্তর মিলেছে আজ। নেইমারকে নিয়েই দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে ৯ বার ফাউল করা হয়েছিল। যার পর গোড়ালির চোট নিয়ে নেইমার ছিটকে যান ব্রাজিলের বাকি দুই ম্যাচ থেকে। শুরুতে বলা হচ্ছিল তার ফিরতে দশ দিনের মতো সময় লাগবে। নেইমার ফিরেছেন সেই সময় মেনেই।

যদিও কোচ তিতে রোববার জানিয়েছিলেন, নেইমারকে ফেরানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ম্যাচের একাদশে ঠিকই দেখা গেল নেইমারকে। তার সঙ্গে ব্রাজিলের একাদশে আছেন রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র আর রিচার্লিসন।

দ. কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ
অ্যালিসন;
এডার মিলিতাও, মারকিনিয়োস, থিয়াগো সিলভা, দানিলো;
ক্যাসেমিরো, পাকেতা;
রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র;
রিচার্লিসন

এনইউ