ভারতের সীমানা পেরিয়ে অনেক আগেই আন্তর্জাতিক তারকা বনে গেছেন তিনি! কান ফেস্টিভালের নিয়মিত মুখ দীপিকা পাডুকোন। এবার এই বলিউড অভিনেত্রী বিশ্বকাপ ফুটবলেও আলোড়ন তুলতে প্রস্তুত। ট্রফি হাতে নিয়ে রীতিমতো ইতিহাস গড়ার অপেক্ষায় ৩৬ বছর বয়সী এই তারকা। সুন্দর মুখশ্রী আর অভিনয়ে মুগ্ধ করা অভিনেত্রী এবার ফুটবলের ময়দান মাতাতেও প্রস্তুত!

কাতারে ফাইনালের আগে ফিফা বিশ্বকাপ  ট্রফি উন্মোচন করবেন দীপিকা। ফিফার ইতিহাসে এবারই প্রথম কোন অভিনেত্রী এই মর্যাদা পাচ্ছেন। কোন সাবেক কিংবদন্তি ফুটবলার নন, একজন অভিনেত্রীর উন্মোচন করবেন ট্রফির। ফিফা অথবা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে দীপিকাকে। সেখানেই অনেক কাংখিত সেই সোনার ট্রফিটি উন্মোচন করবেন তিনি। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়াবেন বাজিরাও মাস্তানির এই নায়িকা। 

সেই ইতিহাসের জন্ম দিতে ভারত থেকে কাতার উড়ে যাচ্ছেন দীপিকা। এবারের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। যদিও বলিউডের এই সুন্দরীকে নাচতে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। কিন্তু মরুর বুকে এরপর ফিফা ফ্যান জোনে নজর কাড়েন তিনি। 

তবে দীপিকা ছাড়িয়ে যাচ্ছেন নোরা ফাতেহীকেও। কেননা, ফাইনালে ভরা স্টেডিয়ামে তার হাত ধরেই উন্মোচিত হবে বিশ্বকাপের ট্রফি। ভারত বিশ্বকাপে নেই, তবে একজন ভারতীয় ঠিকই থাকছেন ফাইনালের বড় মঞ্চে ট্রফির পাশে!

এটি