সময়টা ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। পুরো বিশ্বকাপে ছন্দ নেই তার পায়ে, ছোটাতে পারছেন না গোলের ফোয়ারাও। তবু কোচ ফার্নান্দো সান্তোস ভরসা রাখছিলেন তার ওপর। তবে শেষ ষোলোয় এসে আর রাখতে পারলেন না। তাকে একাদশ থেকে বাইরে রেখেই দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।

রোনালদোর এভাবে দল থেকে বাদ পড়ার পেছনে হাত থাকতে পারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার একটা প্রতিক্রিয়ারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোচের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছিলেন রোনালদো। ক্যামেরায় ধরা পড়েছিল, সিদ্ধান্তটা পছন্দ হয়নি বলে অশোভন কিছু বলছেন তিনি। যা চোখ এড়ায়নি কোচেরও। সান্তোস সংবাদ সম্মেলনে এ নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন।

এরপরই রোনালদো বাদ পড়লেন দল থেকে। আগের ম্যাচের তেমন আচরণের কারণে কি না, এমন গুঞ্জনে ক্রমে ভারি হচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম। 

পর্তুগাল একাদশ: (ফরমেশন ৪-১-২-১-২)
দিয়েগো কস্তা;
পেপে, রুবেন ডিয়াজ, রাফায়েল গেরেরো, ডিয়োগো ডালো,
রুবেন নেভেস,
বার্নার্ডো সিলভা, উইলিয়াম,
ব্রুনো ফার্নান্দেজ,
জাও ফেলিক্স, গনকালো রামোস

এনইউ