ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন। ম্যাচ শুরুর আগে শিরোনামও কেড়েছেন এই কারণে। তবে মাঠে তার অভাবটা বুঝতেই পারেনি পর্তুগাল। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪৫ মিনিটেই এগিয়ে গেছে দুই গোলে।

রোনালদোকে ছাড়া পর্তুগাল শুরু থেকেই ছিল বেশ সপ্রতিভ। বলের দখল থেকে আক্রমণ, সবখানেই ছিল দলটির একচ্ছত্র আধিপত্য। সেসবকে গোলে রূপ দিতে পর্তুগিজরা সময় নেয় মাত্র ১৭ মিনিট। জাও ফেলিক্সের বাড়ানো ক্রস আয়ত্বে নিয়ে দারুণ এক বডি ডজে মার্কারকে ছিটকে ফেলেন গনসালো রামোস। এরপর দারুণ এক ফিনিশে পর্তুগালকে এগিয়ে দেন তিনি।

পর্তুগাল ব্যবধান বাড়ায় ম্যাচের ৩৩ মিনিটে। ব্রুনো ফের্নান্দেসের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোলটা করেন পেপে।

৩৯ বছর ৯ মাস বয়সে গোল করে তিনি গড়ে ফেলেন দারুণ একটা রেকর্ডও। বিশ্বকাপে তার চেয়ে বেশি বয়সে নকআউট গোল নেই আর কারো। পেপে  ভেঙে ফেলেছেন ৩২ বছরের পুরনো রেকর্ড, ১৯৯০ বিশ্বকাপের নকআউটে গোল করে এই রেকর্ড গড়েন ক্যামেরুনের রজার মিলা। 

এই দুই গোলে এগিয়েই বিরতিতে গিয়েছে পর্তুগাল।

এনইউ