ছবি: ঢাকা পোস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ সোমবার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উপজেলার বড়ইয়া ইউনিয়ন একাদশ ২-১ গোলে সোনালী অতীত রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

ফাইনালে বাড়তি আকর্ষণ হিসেবে দুই দলেই ১০ জন করে বিদেশী খেলোয়াড় অংশ নেয়। তাদের খেলা সরসরি দেখার জন্য মাঠের চারপাশের বিভিন্ন ভবনসহ সব জায়গায় অবস্থান নেয় উপজেলার হাজার হাজার সমর্থক। ফাইনাল খেলায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মোদ মোকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আ.লীগ সহ-সভাপতি এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ সভাপতি এড. খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল ও রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।

গত ৭ ফেব্রুয়ারি ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে রাজাপুর উপজেলার সাতটি এবং গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার নয়টি সহ মোট ১৬টি দল নক আউট পদ্ধতির খেলায় অংশ নেয়।

চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানির ৭৫,০০০ টাকা ও ট্রফি এবং রানার্আরপ দলকে ৫০,০০০ টাকা প্রদান করা হয়।

ইসমাঈল হোসাঈন/টিআইএস