নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে আকাশি-সাদারা। আনহেল ডি মারিয়াকে আজও একাদশে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি।

ডাচদের বিপক্ষে আজ লিওনেল স্ক্যালোনি দলের ছকই বদলে ফেলেছেন। লিওনেল মেসিরা নামবেন পাঁচ ডিফেন্ডার নিয়ে, তিন সেন্টারব্যাক নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরোর পাশাপাশি থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ। সঙ্গে দুই ফুলব্যাক নাহুয়েল মলিনা ও মার্কোস আকুনইয়া।

মাঝমাঠে রদ্রিগো ডি পলকে পাওয়া নিয়ে ছিল সংশয়, সে শঙ্কা কাটিয়ে তিনি মাঠে নামবেন আজ। সঙ্গে আছেন এনজো ফের্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাড়তি ডিফেন্ডার খেলানোয় আক্রমণে কেবল দুই ফরোয়ার্ডকে পাচ্ছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যেখানে থাকবেন ইউলিয়ান অ্যালভারেজ।

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া;
রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার;
লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ

এনইউ