কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) গত এক মাসে শতাধিক প্রেস কনফারেন্স হয়েছে। আজ শনিবার সকালের প্রেস কনফারেন্সের আবহটা একটু ভিন্ন রকম। সুবিশাল ভার্চুয়াল স্টেডিয়ামে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে বিশ্বকাপের ট্রফি। এর নিচে লেখা ফাইনাল। রোববার সেই লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-ফ্রান্স।

ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সই আগে এসেছে। আর্জেন্টিনার প্রেস কনফারেন্স আরো ঘন্টা তিনেক পরে। ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস আগে এসেছেন এরপর এসেছিলেন কোচ দিদিয়ের দেশম। 

দেশম অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন। এর বিশ বছর পর কোচ হিসেবে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছেন। এবারও দলকে ফাইনালে তুলেছেন। গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের যেমন সমর্থন ছিল। এবার তেমন নেই। ফুটবল জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই ফুটবলপ্রেমীদের অনেকেই চায় মেসি জিতুক। ফ্রান্সের কোচও সেটা জানেন, ‘অনেকের মতো কিছু ফরাসিও হয়তো চায় আর্জেন্টিনা জিতুক।’

প্রায় সারা বিশ্বেরই প্রত্যাশা মেসির হাতে কাপ উঠুক। ফ্রান্সের প্রতি সমর্থন সেভাবে নেই। এই বিচ্ছিন্নতায় বরং উপভোগ করছেন ফ্রান্সের কোচ,‘আমি একা থাকতেই পছন্দ করি।’

বিশ্ব জুড়ে যেমন সমর্থন তেমনি কাতারেও এসেছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। লুসাইল স্টেডিয়ামে মাঠের আর্জেন্টিনার সঙ্গে গ্যালারীর আর্জেন্টিনাও বড় প্রতিপক্ষ ফ্রান্সের কাছে। এই প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচের মন্তব্য,‘আর্জেন্টিনার সমর্থক বেশি থাকবে। এটা সব সময়ই থাকে। আমরা এটা নিয়ে চিন্তিত নই। ফরাসি সমর্থকও আমাদের সমর্থন যোগাবে।’

আর্জেন্টিনার অনেক সাবেক ফুটবলার এসেছেন কাতার বিশ্বকাপে। আরো অনেক দেশের গ্রেটরাও এসেছেন। ফরাসি কোনো তারকা কাতারে আসেননি। এ নিয়ে একটু বাকা উত্তরই দিয়েছেন চ্যাম্পিয়ন কোচ,‘কে আসল না আসল সেটা আমার খেয়াল নেই। আমার কাজ দল নিয়ে ভাবা সেটাই করছি।’

টুর্নামেন্টের শুরু থেকে ইনজুরির কবলে দেশমের দল। ফাইনালের আগেও সমস্যা কাটছে না। এগুলো নিয়ে ভাবতে চান না তিনি,‘টুর্নামেন্ট শুরুর আগে বেনজামা ইনজুরিতে। হার্নান্দেজ প্রথম ম্যাচেই ছিটকে গেছে। ২৪ জন খেলোয়াড় রয়েছে আমাদের। এদের নিয়েই খেলব।’

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেই দলের সঙ্গে এই দলের বিশ্লেষণ করলেন এভাবে,‘আর্জেন্টিনার সেই দলের ৭ জন রয়েছেন এখানে। ঐ ম্যাচ ছিল দ্বিতীয় রাউন্ড এটা ফাইনাল। দুই দলের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আমরা আগামীকাল নিয়েই পরিকল্পনা করছি।’

সেই পরিকল্পনার মূলে থাকবেন মেসি সেটা আর বলার অপেক্ষা রাখে না। কৌশলের অংশ হিসেবে পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি দেশম। 

ফ্রান্সকে ইউরোপ ও বিশ্বসেরা করিয়েছেন। আগামীকাল আবার বিশ্ব সেরা হলে দীর্ঘমেয়াদে ফ্রান্সের দায়িত্ব থাকবেন কিনা এই প্রশ্নের জবাবে একটু কৌশলী মন্তব্য করেছেন, ‘ফ্রান্স দলের ম্যানেজার থাকা অবশ্যই গর্বের। আমি নিজেকে নিয়ে ভাবছি না। দল আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার সকল ভাবনাই আগামীকাল নিয়ে।’

এজেড/এটি