ফাইনালের বল নিয়ে আগ্রহ তুঙ্গে
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা খেলোয়াড়-কোচকে ঘিরে জটলা বাধেন। ফাইনালের ম্যাচ পূর্ববর্তী সম্মেলন শেষে সেই জটলাটা হয়েছে বলকে নিয়ে। ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই বিশ্বকাপ ফাইনালের বলকে সামনে নিয়ে সম্মেলন করেছে।
ঐতিহাসিক বলকে সামনে পেয়ে সবার মধ্যেই বাড়তি উন্মাদনা। অনেক সাংবাদিক দ্রুতগতিতে কয়েক মিনিটের জন্য লাইভে গেলেন। অনেকে আবার বিভিন্ন অ্যাঙ্গলে বলের ছবি তুললেন। মঞ্চটা একটু উচু হওয়ায় বল সরাসরি স্পর্শের সুযোগ ছিল না। অনেকে বলকে পেছনে রেখে ছবি তুলেছেন। আবার কেউ অভিনব পদ্ধতিতে বলের সামনে অ্যাক্রিডিটেশন কার্ড রেখে নিজের অস্তিত্বের স্মৃতি রেখেছেন।
বিজ্ঞাপন
সাংবাদিকদের এই উন্মাদনা বেশ আগ্রহ নিয়েই দেখছিলেন ফিফার অফিসাররা। এক অফিসার মঞ্চ থেকে মুঠোফোন দিয়ে সেই ছবি তুললেন। এভাবে কয়েক মিনিট চলার পর আসল ঘোষণা, ‘জেন্টলম্যান ইউ হ্যাভ টু লিভ’। এই ঘোষণার পর দ্রুতগতিতে মোবাইলের ক্লিক পড়তে থাকল। কিছুক্ষণের মধ্যে সেই বল সেখান থেকে সংরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
এই বিশ্বকাপের বলগুলোর সঙ্গে বিগত বিশ্বকাপের বলের পার্থক্য রয়েছে। এই বিশ্বকাপে বলের মধ্যে প্রযুক্তির চিপ রয়েছে। আল রিহলা দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালে আল হিল্ম বল ব্যবহার হচ্ছে।
বিজ্ঞাপন
এজেড/এটি/এনইআর