মাস্টার্স কাপে চ্যাম্পিয়ন ঢাকার সোনালী অতীত
কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব ঢাকার সদস্যরা/ ঢাকা পোস্ট
কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী অতীত ক্লাব ঢাকা।
শনিবার রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। ঢাকার হয়ে একমাত্র গোলটি করেন জিল্লুর রহমান লাজুক।
বিজ্ঞাপন
এর আগে প্রথম সেমিফাইনালে চট্টগ্রামকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে সিলেট। আর দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ২-০ গোলে হারায় বগুড়াকে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটির নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।
বিজ্ঞাপন
এ সময় কমিশনার অব কাস্টমস একেএম নুরুল হুদা আজাদ, সোনালী অতীত ক্লাব ঢাকার সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ মো. আসলাম, সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও নাসিম হিরো উপস্থিত ছিলেন।
এজেড/এনইআর/জেএস