স্বপ্নের মতো একটা বছর কাটিয়ে ফেললেন লিওনেল মেসি। জীবনের একমাত্র বিশ্বকাপটাও জিতে ফেললেন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে। ৩৫ বছর বয়সে হলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এমন এক বছর শেষের উদযাপন তো তাকেই মানায়। পরিবার নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় উদযাপন করছেন পিএসজি তারকা। লম্বা ছুটি নিয়েছেন ক্লাবের কাছ থেকে। বড় দিনের পর নতুন বছরের উদযাপনেও মেতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

নিজের সুখের দিনে ভক্তদের কথা অবশ্য ভুললেন না তারকা ফুটবলার। বছরের শুরুতে বার্তা দিলেন সমর্থকদের উদ্দেশ্যে, ‘এমন একটা বছর শেষ হল যা আমি কোনও দিন ভুলতে পারব না। যে স্বপ্নটা দীর্ঘদিন ধরে লালন করছিলাম, তা অবশেষে সত্যি হয়েছে। পরিবার এবং বন্ধুবান্ধবের ভালবাসাটা ছিল অসাধারণ। বার বার ব্যর্থ হওয়ার পরেও তাদের অকুণ্ঠ সমর্থন না থাকলে এই জায়গায় কোনো দিন পৌঁছতে পারতাম না।’

নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করে মেসি আরও লিখেছেন, ‘যারা আমাকে অনুসরণ করেন এবং সমর্থন করেন, তাদের সঙ্গেও একটা সুন্দর স্মৃতি তৈরি করে রাখতে চাই। সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে গর্বিত। এত উৎসাহ না পেলে কোনও দিন এই স্বপ্ন পূরণ হত না। প্যারিস, বার্সেলোনা এবং আরও অনেক শহর ও দেশ থেকে ভালবাসা পেয়েছি। সেটা নিজের মনের মধ্যে আজীবন রেখে দিতে চাই।’

নতুন বছরটাও সবার ভালো কাটবে এমন প্রত্যাশা জানিয়ে মেসি লিখেছেন, ‘আশা করি আগামী বছরটাও আমাদের সবার খুবই ভাল কাটবে। সবার সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি। সবাইকে ভালবাসা।’

বিশ্বকাপ জিতে গত ২০ ডিসেম্বর দেশে ফেরেন মেসি। বড়দিন কাটান পরিবার এবং তিন সন্তানের সঙ্গেই। সেখানে ছিলেন লুইস সুয়ারেস ও আন্দ্রে ইনিয়েস্তার মতো বন্ধুও। তবে প্যারিসে ফেরার আগেই সময়টা আরও ভাল করে উপভোগ করতে চেয়েছিলেন মেসি। সেই কারণেই এক বিরাট পার্টির আয়োজন করেন। সান্টা ফে-র রোসারিও সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের নাম ছিল ‘চ্যাম্পিয়নদের উৎসব’। 

এনইআর/এটি