বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বাধিক চ্যাম্পিয়ন দল ঢাকা আবাহনী। তবে চলতি প্রিমিয়ার লিগে খুব ভালো যাচ্ছে না তাদের পারফর্মম্যান্স। এখন পর্যন্ত লিগে ছয় ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করেছে আবাহনী। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলের বিপক্ষে দুই বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
 
ঢাকা আবাহনীর এই ড্রয়ে বসুন্ধরা কিংসের সামনে ছয় পয়েন্ট লীড নেয়ার সুযোগ থাকছে। আগামীকাল বসুন্ধরা কিংস মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে হারালে ৬ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১৮। আবাহনীর সেখানে সমান ম্যাচে ১২ পয়েন্ট থাকবে। শেখ রাসেল এই ড্রয়ে পাচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। 

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে গোল পাল্টা গোলে ম্যাচটি উপভোগ্য হয়ে উঠে। ইনজুরি থেকে ফেরা ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর গোলে আবাহনী ৫৯ মিনিটে লীড নেয়। সাত মিনিট পর দ্রুতগতির এক আক্রমণে শেখ রাসেল ম্যাচে সমতা আনে। 

১-১    স্কোরলাইন হওয়ার পর আবাহনীই তুলনামূলক বেশি আক্রমণ করেছে। তাদের বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস ফাকা গোল পোস্টে প্লেসিংয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন। সেই মুহুর্তে রাসেলের ডিফেন্ডার না ঘুরেই পেছন দিকে পা বাড়িয়ে বলের গতিপথ পরিবর্তন করেন। ৮৪ মিনিটে আবাহনীকে আবার লীড এনে দেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে।

এরপর ডান প্রান্ত থেকে করা এক ক্রসে বক্সের মধ্যে দারুণ ফিনিশিং করেন এই সিনিয়র ফুটবলার। 
পাচ মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ম্যাচে আবার সমতা আনে শেখ রাসেল। মিডফিল্ডের একটু সামনে থেকে রাসেলের অধিনায়ক জামাল ভূইয়া দুর্দান্ত বল বাড়ান। বক্সের একদম উপর থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদো দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষক সোহেলের পাশ দিয়ে বল পাঠিয়ে খেলায় সমতা আনার উল্লাস করেন।
 
শেষ মিনিটে এ রকম আরেকটি আক্রমণ করে শেখ রাসেল। আবাহনী ডিফেন্ডার বক্সের উপর ফাউল করলে রেফারি ফাউলের বাশি বাজান। ম্যাচের শেষ মিনিটে ফ্রি কিক পায় শেখ রাসেল। দুই দফা ফ্রি কিক শট নিলেও বল পোস্টে রাখতে পারেননি রাসেলের ফরোয়ার্ড। ফলে ২-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। 

এজেড