ঢাকা পোস্টের ম্যাচ সাডেন ডেথে নিষ্পত্তি
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ঢাকা পোস্ট ও আরটিভির মধ্যকার ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। সাডেন ডেথে আরটিভির বিপক্ষে হেরেছে ঢাকা পোস্ট।
নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারেও ৩-৩ সমতা ছিল। ঢাকা পোস্টের গোলরক্ষক জসীম উদ্দিন দুটি সেভ করেন এবং নিজেও একটি গোল করেন। ঢাকা পোস্টের হয়ে অন্য দুটি গোল করেন শামীম হোসেন মজুমদার ও মনি আচার্য । ঢাকা পোস্টের হয়ে টাইব্রেকার মিস করেন আবু রাসেল ও শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
টাইব্রেকারে সমতা থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে আরটিভি গোল করে লিড নেয়। এসময় কৌশিকের শট গোলপোস্টে লাগলে ঢাকা পোস্টের পরাজয় হয়। টাইব্রেকার ও সাডেন ডেথ মিলিয়ে তিনটি গোল সেভ করেন আরটিভির শরীয়ত। তিন গোল সেভ দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আরটিভির গোলরক্ষক শরীয়ত।
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ৩২ দল অংশগ্রহণ করছে। ঢাকা পোস্ট ই গ্রুপে লড়ছিল। ঢাকা পোস্টকে হারানো আরটিভি পরবর্তী ম্যাচ খেলবে ইন্ডিপেন্ডেন্ট ও দীপ্ত টিভির মধ্যকার জয়ী দলের সঙ্গে। গ্রুপ পর্বও নকআউট ভিত্তিতে হচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের হয়ে খেলেছেন- জসীম উদ্দিন (গোলরক্ষক) , শফিকুল ইসলাম, আবু রাসেল ( অধিনায়ক), কৌশিক আহমেদ, তারেক, শামীম মজুমদার, মনি আচার্য ও ফারহান ফারুক।
এজেড/এটি