শীতের সকালে জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ব্যস্ততা। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের অফিসে সকাল সকাল হাজির হ্যাভিয়ের। জাতীয় দল কমিটির প্রধানের সঙ্গে আলোচনা করলেন এই বছরের পরিকল্পনা নিয়ে। 

‘ওর (কোচ হাভিয়ের কাবরেরা) সঙ্গে নতুন করে চুক্তি হয়েছে। মার্চে ফিফা উইন্ডো রয়েছে। প্রস্তুতি কেমন হতে পারে, কাদের সঙ্গে খেলতে পারি। জুন-জুলাইতে হতে পারে সাফ ফুটবল টুর্নামেন্ট। সাফের জন্য প্রস্তুতি যেন ভালো হয় সেটাকে কেন্দ্র করেই আমাদের আলোচনা। আজ সবই প্রস্তাবনা আকারে আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত হয়নি’, বুধবার জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে এক সভা শেষে এমন কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

২০ জুন থেকে ৩ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে। তবে ভেন্যু এখনও নির্ধারণ হয়নি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে ভালো ফল করাই এখন মূখ্য বিষয় বাফুফের। এবছর ফুটবলকে ঘিরে প্রত্যাশার কথা শুনিয়েছেন নাবিল, ‘এ বছর আমাদের বেশ কিছু ইভেন্ট রয়েছে। সাফ ছাড়াও বিশ্বকাপ বাছাইও শুরু হবে। অবশ্যই চাইবো যেন ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হোক। বেশ কয়েক ধাপ এগিয়ে আসতে পারি। এটা একদিনে হবে না। ধাপে ধাপে হতে হবে। এছাড়া সবসময় যেটা থাকে সাফ কেন্দ্রিক চিন্তা-ভাবনা, সেই সাফে ভালো করা নিয়ে সব ধরনের আলোচনা হয়েছে।’ 

কোচ কাবরেরা সম্পর্কে কাজী নাবিল বলেন, ‘কাবরেরা এক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। গত বছর জুনে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিলাম। শক্তিশালী বাহরাইনের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করে আমরা ২-০ গোলে হেরেছিলাম। তুর্কমেনিস্তানের সঙ্গে ২-১ গোল হারতে হয়েছে। আলটিমেটলি আমাদের শক্তিশালী দেশগুলোর সঙ্গে খেলতে হবে। কাবরেরা এক বছর ধরে কাজ করছে। খেলোয়াড়দের সম্পর্কে তার ধারণা তৈরি হয়েছে। এই বছর আরও ভালো কিছু প্রত্যাশা করছি।’

এজেড/