ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা রয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের পুরুষ ও নারী উভয় ফুটবল দলও রয়েছে। প্রিমিয়ার ফুটবল লিগে উভয় দলই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। 

এবার বসুন্ধরা গ্রুপ নারী ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে। আজ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বাসভবনে বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হয়। ২০২৩-২৫ সাল পর্যন্ত নারী ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ। 

চুক্তি অনুযায়ী বসুন্ধরা গ্রুপ ঘরোয়া পর্যায়ে নারীদের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বয়স ভিত্তিক সিনিয়র দলের ম্যাচ খেলার খরচও বহন হবে। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে রয়েছে ঢাকা ব্যাংক। বসুন্ধরার পাশাপাশি ঢাকা ব্যাংকও থাকবে সাবিনাদের সঙ্গে। 

আজ দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসান সহ আরো অনেকে। 

এজেড/এনইআর