বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পরক্ষণেই মাঠের এক কোণে লাল-সবুজের দলের অধিনায়ক শামসুন্নাহারকে নিয়ে ভুটানিজ খেলোয়াড়দের জটলা। শামসুন্নাহারকে মাঝে রেখে সবাই ছবি তুললেন। 

ভুটানি খেলোয়াড়রা বাংলাদেশের অধিনায়কের দিকে আঙুল নির্দেশ করছেন। সবাই শামসুন্নাহারের দিকে আঙুল দিয়ে তাঁর গুরুত্ব বোঝাতে চাইলেন। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বলেন, ' শামসুন্নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড়। আজ হ্যাটট্রিকও করেছে শামসুন্নাহার। তাই ভুটানের খেলোয়াড়রা তাঁর সঙ্গে ছবি তুলল’৷

টুর্নামেন্টে অন্য সব দল হোটেলে থাকলেও বাংলাদেশ থাকছে বাফুফে ভবনে। টিম হোটেলে থাকলে অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আরো বেশি মেলামেশার সুযোগ থাকত বাংলাদেশের। ভবনে থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত বাংলাদেশ। এ নিয়ে কোচ কোনো মন্তব্য করেননি। 

সিনিয়র দলে খেললেও এবার অ-২০ দলে শামসুন্নাহারকে অধিনায়ক করেছে বাফুফে। নিজে গোল করছেন আবার দলকে জেতাচ্ছেন। খেলোয়াড় ও অধিনায়ক শামসুন্নাহারকে দশে কত দেবেন? এর উত্তরে ছোটন বলেন, ' ৯ '। 

এজেড/এফআই