‘নিষিদ্ধ’ রাশিয়াও খেলবে বাংলাদেশে
ইউক্রেনের ওপর সামরিক হামলার ঘটনায় রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। যার কারণে আগে থেকে নির্ধারিত ম্যাচেও অংশ নিতে পারেনি দেশটি। নিষেধাজ্ঞার কারণে সর্বশেষ কাতার বিশ্বকাপে রুশদের প্লে-অফের ম্যাচগুলোও বাতিল হয়ে যায়। এতে বিশ্বকাপ শুরুর আগেই আসর থেকে ছিটকে যায়।
আগামী মাসে ঢাকায় বসতে যাচ্ছে নারীদের অ-১৭ সাফ টুর্নামেন্টের আসর। সেই আসরে ইউরোপের দেশ রাশিয়াও অংশগ্রহণ করার কথা রয়েছে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার এই আয়োজনে তারা কীভাবে অংশ নেবে তার ব্যাখ্যা দিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘উয়েফায় রাশিয়ার জাতীয় দল নিষিদ্ধ। কিন্তু অন্য দলগুলো খেলছে। জেনিথ সেন্ট পিটার্সবাগ এশিয়ার ক্লাবের সঙ্গে খেলছে। তাছাড়া উয়েফাই আমাদের কাছে রাশিয়ার নাম পাঠিয়েছে।’
আমাদের টার্ফে তাদের মানিয়ে নেওয়া কষ্টকর উল্লেখ করে সাফ সম্পাদক বলেন, ‘নেপাল ও ভুটান কমলাপুরের টার্ফ নিয়ে অভিযোগ করেছে। ইউরোপের দল এই টার্ফে মানিয়ে নিতে আরো কষ্ট হবে।’
বিজ্ঞাপন
আনোয়ারুল হক জানান, ‘সাফ অ-২০ টুর্নামেন্টে একটি দলের স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় রাখা যাবে। রাউন্ড রবিন লিগে ম্যাচ ছিল তিনটি। উয়েফার সহায়তায় অ-১৭ টুর্নামেন্টে ম্যাচ থাকবে চারটি করে এবং দলে খেলোয়াড় থাকবে ২০ জন। খেলোয়াড় কম ও ম্যাচ বেশি হওয়ায় কমলাপুরের ঝুঁকিপুর্ণ টার্ফে ইনজুরির শঙ্কা আরো বেশি। তাই সাফ থেকে ভেন্যুর বিষয়ে বাফুফেকে জানানো হয়েছে। তারা সংস্কারের চিন্তা করছে।’
এএফসি এখানে টুর্নামেন্ট পরিচালনা করায় সাফের পক্ষে এই ভেন্যু বাদ দিতে পারছে না বলেও মন্তব্য করেন হেলাল।
উয়েফার সহায়তায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ গত দু’বার অংশ নিয়েছে। এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল একবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন তত্ত্বাবধানে। এবার দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের অধীনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এজেড/এএইচএস