স্ত্রীর সঙ্গে এলিটা কিংসলে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সমস্যা স্ট্রাইকিং। আন্তর্জাতিক ম্যাচগুলোতে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বাংলাদেশ অনেক ম্যাচ জয় বঞ্চিত হয়েছে। নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করায় ফুটবলাঙ্গনে স্বস্তির নিঃশ্বাস, কিংসলে টানবেন জাতীয় দলকে। কিংসলে জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি নির্ভর করছে ব্রিটিশ হেড কোচ জেমি ডে'র ওপর। 

আজ সোমবার জাতীয় দলের অনুশীলন শেষে জেমি ডে কথা বলেছেন কিংসলে প্রসঙ্গে, ‘জাতীয় দলে খেলার জন্য যোগ্য যে কেউ থাকবে আমার বিবেচনায়। তার (কিংসলে) যদি সব যোগ্যতা থাকে তাহলে কেন নয়। তাকে লিগে আগে পারফরম্যান্স করতে হবে। লিগের পারফরম্যান্স দেখেই আমি দলে ডাকব।’

জুনে কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ। এপ্রিলে শুরু হবে লিগের দ্বিতীয় লেগ। কিংসলে দ্বিতীয় লেগে পারফরম্যান্স করতে পারলে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপাতে পারবেন। কিংসলেকে ব্যক্তিগতভাবে চেনেন জেমি, ‘এই বছর সে খেলেনি। আরামবাগের হয়ে খেলা কিছু ম্যাচ দেখেছি তার।’ করোনার জন্য স্থগিত হওয়া লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছিলেন কিংসলে। 

বিদেশি থেকে নাগরিকত্ব পরিবর্তন করলেই বাংলাদেশ দলে খেলার ডাক সহজেই মিলবে না, ‘দেশি ফুটবলারও রয়েছে মানসম্পন্ন। বিদেশি বংশোদ্ভুত বা নাগরিকত্ব পরিবর্তন করলেই জাতীয় দলে খেলা যাবে না। দেশি ফুটবলারদের সাথে যোগ্যতার পরীক্ষা দিয়েই জাতীয় দলে জায়গা নিতে হবে।’ 

কিংসলে বসুন্ধরা কিংসে নাম লেখাচ্ছেন এটা নিশ্চিত।  কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাকে কোন পজিশনে কিভাবে খেলান সেটাই দেখার বিষয়। তবে ইনজুরিতে না পড়লে স্বাভাবিক খেলা খেলতে পারলে কিংসলে মে'র শেষের দিকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া সময়ের অপেক্ষা মাত্র বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা। 

এজেড/এটি/টিআইএস