সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত হয়েছে। সাফের চার দেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে ইউরোপের দেশ রাশিয়া। দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ আজ এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।  

২০ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। এক দিন পর বাংলাদেশ ইউরোপের দেশ রাশিয়ার সঙ্গে খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সোয়া তিনটায়। ২৪ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের ম্যাচ নেই। টুর্নামেন্টের শেষ দিন ২৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।  

রাউন্ড রবিন লিগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচগুলো-

২০ মার্চ বাংলাদেশ-ভুটান ( সন্ধ্যা সোয়া সাতটা)
২২ মার্চ বাংলাদেশ-রাশিয়া ( বিকেল সোয়া তিনটা )
২৪ মার্চ বাংলাদেশ-ভারত ( সন্ধ্যা সোয়া সাতটা )
২৮ মার্চ বাংলাদেশ-নেপাল ( বিকেল সোয়া তিনটা )

এজেড/এনইআর