ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল শেখ রাসেল ও ঢাকা আবাহনী। সেজন্য দু’দলই আজ গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে নেমেছিল। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে শেখ রাসেলকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে আবাহনী।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাডেন ডেথে আবাহনী শেখ রাসেলকে ৫-৪ গোলে হারিয়েছে। 

এদিন দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান, হেড টু হেড এবং কার্ডও সমান হওয়ায় ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরবর্তীতে টাইব্রেকারও (৪-৪) সমতায় শেষ হয়। এরপর সাডেন ডেথে জয় পেয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী।

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও শেখ রাসেল। এটা আগেই নির্ধারিত ছিল। তবে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার জিতেছে ঢাকার আকাশী হলুদ শিবির।

এজেড/এএইচএস