কিংস অ্যারেনায় বসছে ফ্লাডলাইট
বাংলাদেশে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম লেগের সব ম্যাচই চলছে দিনের আলোতে। তবে দ্বিতীয় লেগ থেকে কিংস অ্যারেনায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে দ্বিতীয় লেগ। যার মাত্র এক সপ্তাহ আগেই বসুন্ধরা কিংস অ্যারেনায় ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ করতে চায়।
আগামী রোববার থেকে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হবে। বসুন্ধরা গ্রুপের ইলেকট্রনিক বিভাগের প্রধান প্রকৌশলী (সেক্টর বি) লক্ষণ কুমার দে বলেন, ‘আমাদের ফ্লাডলাইট ২৫০০ লাক্স সম্পন্ন হবে। শুধু ফুটবল স্টেডিয়ামই নয়, এতে পুরো কমপ্লেক্সই আলোকিত হবে। ফ্র্যাঞ্জাইজি লিগ আইপিএলে যেমন লাইট শো হয় আমাদের এখানেও ফুটবলের হাফ টাইমেসেটা সম্ভব’।
বিজ্ঞাপন
দেশে ফুটবলের প্রধান স্টেডিয়াম বঙ্গবন্ধুতে ৬০০-৭০০ লাক্সে খেলা অনুষ্ঠিত হয়। অথচ যেখানে আন্তর্জাতিক নিয়মই রয়েছে ১২০০ লাক্সের। বসুন্ধরা কিংস নির্ধারিত লাক্সের চেয়েও দ্বিগুণ আলোর ব্যবস্থা করেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলায় অনেক সময় খেলা চলাকালে ফ্লাডলাইট বিভ্রাট ঘটে। কিংস অ্যারেনায় এজন্য পর্যাপ্ত জেনারটরের ব্যবস্থা থাকবে বলে জানান লক্ষণ, ‘পুরো কমপ্লেক্স ব্যাকআপ দিতে পারে এমন জেনারটর আমাদের সংরক্ষণে থাকবে’৷
বিজ্ঞাপন
২০২০ সালে ডেসকো থেকে ফ্লাডলাইট স্থাপনের অনুমতি পেয়েছিল কিংস। করোনা মহামারি ও বৈশ্বিক মন্দায় সেই কাজ পেছানোয় ডেসকোকে অতিরিক্ত সাড়ে তিন কোটি টাকা প্রদান করতে হবে।
বসুন্ধরা কিংস দেশের একমাত্র ফুটবল ক্লাব যাদের নিজস্ব ভেন্যু ও কমপ্লেক্স আছে। ফ্লাডলাইট স্থাপনের মাধ্যমে নিজেদের আরেক ধাপ উচ্চতায় নিয়ে যাবে ক্লাবটি। আগামী মৌসুম থেকে ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ কিংস অ্যারেনায় খেলার পরিকল্পনা সভাপতি ইমরুল হাসানের, ‘এ বছর হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলা সম্ভব হবে না। আগামী বছরের মধ্যে সবকিছু সম্পূর্ণ হবে, তখন অবশ্যই আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলব’।
কিংস অ্যারেনায় ফ্লাডলাইটে বসুন্ধরা কিংস খেলার পরিকল্পনা করছে। হোম ভেন্যুতে ম্যাচের সময় নির্ধারণ করার অধিকার হোম দলের রয়েছে। ফ্লাডলাইটে খেলতে হলে এক ভেন্যুর সঙ্গে অন্য ভেন্যুর ম্যাচের সময়সূচিও তারতম্য হবে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্য ক্লাবগুলোর সঙ্গে কিংসের বিষয়টি কিভাবে সমন্বয় করে সেটাই এখন দেখার বিষয়!
এজেড/এএইচএস