আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির শ্বশুরের দোকানে গুলি চালিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান। কেবল তাই নয়, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে গেছেন তারা।

বুধবার দিবাগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।

মেসিকে হুমকি দিয়ে লেখা সেই চিঠি

পরে হামলাকারীরা একটি চিঠি ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। খেলোয়াড়ি জীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। বিশেষ করে বড়দিনের ছুটিটা মেসি সেখানেই কাটান। তবে সেখানে জাভকিন নামে যার কথা বলা হয়েছে, তার সঙ্গে মেসির কি-রকম সম্পর্ক সেটি জানা যায়নি।

এলোপাতাড়ি হামলার শিকার সেই দোকান

কাদেনার প্রতিবেদনটিতে আরও বলা হয়, ওই ঘটনাস্থলে মেসির শুশ্বর পরিবারের জায়গা রয়েছে। মেসির স্ত্রী অ্যান্তোলা রোকুজ্জোর চাচাতো ভাই সেই জায়গাটির তত্ত্ববধান করেন। 

হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। এমনকি এরপর সেখানকার দোকানপাটও বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে কি ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তারা ব্যালিস্টিক টেস্টের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন।

এএইচএস