ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সিলেটে ত্রিদেশীয় সিরিজ। এই টুর্নামেন্টের জন্য দেশের বাইরে অনুশীলন নিয়ে ফুটবলাঙ্গনে নানা আলোচনা হচ্ছে। তবে কোচ ও ফেডারেশনের সৌদিতে অনুশীলনের সিদ্ধান্তটা যৌক্তিকই মনে করছেন জাতীয় দলের সিনিয়র ফুটবলার তপু বর্মণ।

তিনি সৌদিতে অনুশীলন সম্পর্কে বলেন,‘ সৌদি আরবে এসে কন্ডিশনিং ট্রেনিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কী করতে পারছি তা গুরুত্বপূর্ণ। এখানকার সুবিধাদি ভালো। সবাই মানসিকভাবে ভালো আছে। অনুশীলনে সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’

দুই ভাগে ফুটবলাররা মদিনায় এসেছেন। গতকাল থেকে অনুশীলন শুরু হয়েছে। অনুশীলন সম্পর্কে জাতীয় দলের এই সিনিয়র ফুটবলার বলেন, 'আগের দিন আমরা এক ঘণ্টা ১০ মিনিট অনুশীলন করছি। বল নিয়ে অনুশীলন করেছি। যেভাবে অনুশীলন শুরু করছি তা ধরে রাখতে পারলে দেশ ও দলের জন্য কার্যকর হবে।’

বাংলাদেশ দল সৌদি আরবের মদিনায় অবস্থান করছে। অনুশীলনের পর তপু বাফুফের মিডিয়া ম্যানেজারকে এক ভিডিও বার্তায় বলেন, ‘দীর্ঘ এক বছর পর আমি জাতীয় দলে ফিরেছি। লক্ষ্য ছিল চোট কাটিয়ে ঘরোয়া ফুটবলে ভালো করে জাতীয় দলে ফিরবো। অবশেষে তা পেরেছি। কঠোর পরিশ্রম করলে ফল ভালো হয়। সেটাই পেয়েছি আমি।’

চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের এই ডিফেন্ডার।

এজেড/এইচজেএস