সমাজের বেঁধে দেওয়া নিয়মের বেড়াজাল ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। দেশ ও দেশের বাইরে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখন বেশ আশা জাগানিয়া। নারীরা পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনেও, পুরুষদের সঙ্গে তারাও পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছেন। বিশ্বের নানা প্রান্তের ন্যায় দক্ষিণ এশিয়ায়ও তাদের পদচারণা রয়েছে ফুটবলে। এ অঞ্চলের ফুটবল খেলুড়ে দেশের সমন্বয়ে গঠিত সংস্থা সাফ নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে। ‘ব্রেকিং ব্যারিয়ারস, স্কোরিং গোলস’ স্লোগানে দিনটি উদযাপন করছে তারা।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে নারী দিবস নিয়ে বার্তা দিয়েছে সাফ। সংস্থাটি বলছে, ‘আন্তর্জাতিক নারী দিবস শুভ হোক। আজ আমরা সেইসব নারীদের সম্মান জানাতে চাই, যারা জীবনের সমস্ত বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যের দিকে ছুটে চলেছেন।’

একইসঙ্গে সাফের অধীনে খেলায় নারীদের আরও অন্তুর্ভূক্ত ও প্রেরণা দেওয়ার আহবান জানায় দক্ষিণ এশীয় সংস্থাটি, ‘আমরা যেহেতু সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বারপ্রান্তে রয়েছি, আসুন সেখানে অংশ নিতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্সদের সঙ্গে সময়টা উদযাপন করি। খেলায় নারীদের আরও অংশগ্রহণ বাড়াতে তাদের প্রেরণা যোগাই।’

আগামী ২০-২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দেশ হিসেবে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। পরদিন বাংলাদেশ ইউরোপের দেশ রাশিয়ার সঙ্গে খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সোয়া ৩টায়। ২৪ মার্চ ভারত এবং ২৮ মার্চ নেপালের মোকাবিলা করবে স্বাগতিকরা।

রাউন্ড রবিন লিগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এএইচএস