হতাশ হয়ে যে কাণ্ড ঘটালেন রোনালদো
মৌসুমের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও মাঝপথেই ফর্ম ফিরে পায় ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর। যার ফল হিসেবে দলটি টেবিলের শীর্ষস্থানে উঠে আসে। কিন্তু ছন্দ হারিয়ে হঠাৎই হোঁচট খেয়েছেন রোনালদোরা। অবনমন হয়েছে পয়েন্ট টেবিলেও। স্বাভাবিকভাবেই এই হার মেনে নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। ফলে ম্যাচ শেষে তিনি মেজাজ হারিয়ে বসেন। এ সময় অবশ্য সতীর্থরা বোঝানোর চেষ্টা করেও সিআরসেভেনের রাগ নিয়ন্ত্রণে আনতে পারেননি।
আল ইত্তিহাদের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন রোনালদো। কিন্তু তিনি সেভাবে প্রভাব রাখতে ব্যর্থ হন। প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা ও অফসাইডের কাটায় পড়ে দলের জন্য প্রয়োজনীয় লিড আনতে পারেননি তিনি। ফলে আল ইত্তিহাদ তার দলকে টপকে শীর্ষে উঠে গেছে। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আল-নাসর নেমে গেছে দুইয়ে।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে দেখা যায়, রোনালদো সতীর্থদের সঙ্গে সমর্থকদের গ্যালারির কাছে ছুটে যান। সেখানে যদিও সমর্থকরা হারের জন্য কোনো পীড়া দেয়নি। তবে হাততালি দিয়ে আল-নাসর খেলোয়াড়রা তাদের সান্ত্বনা দেন। পরে সেখান থেকে ফিরে আসার পথেই ফুঁসতে থাকেন রোনালদো। সে সময় তার সতীর্থ কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু লাভ হয়নি তাতে। ক্ষুব্ধ রোনালদো ডাগআউটের পাশে রাখা পানির বোতলে প্রচণ্ড জোর নিয়ে লাথি মারেন। পরে টানেল ধরে ড্রেসিংরুমে চলে যান।
— dr.AAA (@12tmimi) March 10, 2023
এদিন অবশ্য ম্যাচ শুরুর আগেও অন্যরকম আচরণ করতে দেখা যায় ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকাকে। অফিসিয়াল ফটোমসেশন শেষে তিনি মাটির দিকে আঙুল দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। ম্যাচ শেষেও মেজাজ হারানোর কারণ হিসেবে অনেকে বলছেন, গ্যালারি থেকে মেসির নামে কোরাস তোলায় বিরক্ত হন রোনালদো। যা তার পরবর্তী আচরণে ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
রোনালদোর এই হতাশা সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি প্রকাশ করেন। তবে তার কণ্ঠে ছিল পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘আল নাসর সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন। তবে আমরা এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী হতে চাই।’
— FOOTY HUB (@Footyhub01) March 10, 2023
সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে যেন উড়ছিল আল নাসর। দারুণ ফর্মে থাকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও ক্লাবের হয়ে শেষ চারটি ম্যাচে ৭ গোল সঙ্গে দুই অ্যাসিস্ট তার নামের পাশে। অথচ সৌদি প্রো লিগ শিরোপার রেসের গুরুত্বপূর্ণ ম্যাচে নিস্প্রভ সিআরসেভেন! অন টার্গেটে শট করতে পারলেন মোটে একটা। দলও জিততে পারলো না।
এএইচএস