সত্তরের দশকে বাংলাদেশে এসেছিল রাশিয়ার ফুটবল ক্লাব প্রিন্স ডায়নামো। এরপর দীর্ঘদিন আর বাংলাদেশে পা পড়েনি দেশটির ফুটবল দলের। অবশেষে আজ (শনিবার) সকালে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে রাশিয়ার অ-১৭ নারী ফুটবল দল। 

রাশিয়ার সিনিয়র ফুটবল দল উয়েফা থেকে নিষিদ্ধ। ইউরোপের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারছে না। সাফের এই টুর্নামেন্ট যদিও উয়েফার অর্থায়নেই হচ্ছে। তবে উয়েফা কর্তৃপক্ষই রাশিয়াকে সাফে খেলার জন্য পাঠিয়েছে।

২০-২৮ মার্চ ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে সাফ অ-১৭ টুর্নামেন্ট চলবে। স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, ভারত, নেপাল ও রাশিয়া অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। পাঁচটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। 

সফরকারী চার দলের মধ্যে রাশিয়া সবার আগে এসেছে। বাকি দলগুলো আজকের মধ্যে আসার কথা রয়েছে। আজ বিকেলে সাফ অ-১৭ উপলক্ষে দল ঘোষণা করবে। 

এজেড/এফআই