বাল্যবিয়ে বন্ধে ১০৯৮
সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামে কয়েকজন নারী ফুটবলারের বাল্যবিবাহ হয়েছে। নারী ফুটবলারের বাল্যবিবাহ সম্পর্কে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘যারা আমাদের ক্যাম্পে রয়েছে তাদের পূর্ণ তত্ত্বাবধানে আমরা রয়েছি। অন্য সকল ফুটবলারের দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব সরকারের।’
বাফুফে ও ইউনিসেফ মিলে অ-১৬ নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে। ইউনিসেফের চাইল্ড প্রটোকশন অফিসার ফাতেমা খায়রুজ্জামান বলেন, ‘১০৯৮ এই নাম্বারে কেউ ফোন করে অভিযোগ করলে বাল্যবিবাহসহ শিশু সংক্রান্ত অভিযোগের সমাধান করা হয়। সমাজ সেবা অধিদপ্তর বিষয়টি দেখভাল করে। আমরা ইউনিসেফ তাদের সার্বিক সহযোগিতা করি। ১০৯৮ এর মাধ্যমে অনেক বাল্যবিবাহ রোধ করেছি।’ বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান কিরণ বলেন, ‘আমরা আমাদের ফুটবলারের ১০৯৮ নম্বর সম্পর্কে অবহিত করব।’
বিজ্ঞাপন
সাতটি ভেন্যুত ৪২ দল অংশগ্রহণ করবে। অ-১৬ টুর্নামেন্ট হলেও মুলত অ-১২ ফুটবলাররাই খেলবে। অ-১৬ টুর্নামেন্ট হলেও ১২ ভিত্তিক করার কারণ সম্পর্কে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম বলেন, ‘আমাদের সাথে ইউনিসেফের চুক্তি অ-১৬ নিয়ে। আমরা ফুটবলের উন্নয়নের জন্য অ-১২ করছি। ইউনিসেফ সম্মত হয়েছে। কিন্তু তাদের হেড অফিস থেকে অ-১৬ পাশ করানোয় টুর্নামেন্টের নাম অ-১৬ হলেও হবে মূলত ১২ ভিত্তিক।’
সাত ভেন্যুর সাত চ্যাম্পিয়ন ও চুড়ান্ত পর্বের স্বাগতিক যশোরকে নিয়ে হবে মূল পর্ব। আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, নুরুল ইসলাম নুরুসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ