১৯৮৬ সালে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকলেও, খেলোয়াড়ী জীবনে অনায়াসেই মুগ্ধ হতে বাধ্য ফুটবলভক্তরা। ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্য নিয়ে দর্শকদের আবেগ-উচ্ছ্বাসের কোনো কমতি থাকে না। কিন্তু তাকে ঘিরে কোনো কোনো দর্শককে কদাচিৎ নেতিবাচক আচরণ করতেও দেখা যায়। এবার তেমনই একটি ঘটনার সূত্রপাত হয়েছে ইতালিতে। তাকে হেয় করে বানানো একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামে গিয়ে শাস্তির মুখে পড়েছেন এক দর্শক।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ইতালির মাঠে ইউরো বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানে স্বাগতিক ইতালিকে ২-১ গোলে হারান হ্যারি কেইনরা। সেই ম্যাচে প্রায় আড়াই হাজার ইংলিশ সমর্থক গ্যালারিতে হাজির হন।

তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। ম্যাচের ভেন্যু ছিল নেপলসের দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। সে কারণেই সেখানে এক ইংলিশ সমর্থক ম্যারাডোনার নামে কুরুচিকর শব্দ লেখা ব্যানার নিয়ে ঢোকার চেষ্টা করেন। যেখানে লেখা ছিল, ‌‌‌‌‘দিয়েগো এখন কফিনে শুয়ে।’

ব্যানারটি সঙ্গে সঙ্গেই চোখে পড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের। এরপরই তারা ওই দর্শকের টিকিট বাতিল করে মাঠ থেকে বের করে দেয়। পরে তার দল ম্যাচ জিতলেও গ্যালারিতে উপস্থিত হওয়ার সুযোগ হারান ওই দর্শক। এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইংল্যান্ড ফুটবল সংস্থা (এফএ)। তারা জানিয়েছে, ওই সমর্থকের হাতে উচ্চ-বিদ্বেষী বার্তা লেখা ব্যানার ছিল। সঙ্গে সঙ্গে তার টিকিট বাতিল করা হয়েছে। পরবর্তীতে ওই সমর্থক দেশে ফিরলে কড়া শাস্তি প্রদানেরও ইঙ্গিত দেয় এফএ।

নিজেদের জাতীয় পতাকাতেও ম্যারাডোনাকে হেয় করে লেখেন ওই সমর্থক

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বার্তার মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং নেপলসের নয়নের মণিকে অবমাননা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। ফুটবলজীবনে দীর্ঘদিন তিনি ইতালির ক্লাব নাপোলির হয়ে খেলেছিলেন। দলটির জার্সিতে দু’বার লিগও জিতেছিলেন। পরে তার মৃত্যুর পর স্টেডিয়ামের নাম বদলে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম রাখা হয়।

এএইচএস