ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ পুনরায় শুরু হয়েছে। মধ্যবর্তী দলবদল শেষে দ্বিতীয় লেগও শুরু হয়েছিল। দ্বিতীয় লেগের চতুর্থ রাউন্ড শেষ হয় ২৫ ফেব্রুয়ারী। এরপর কমলাপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততায় চ্যাম্পিয়নশীপ লিগ স্থগিত ছিল। ৩১ দিন পর আজ থেকে চ্যাম্পিয়নশীপ লিগ পুনরায় শুরু হয়েছে।

গতকাল সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ শেষ হয়েছে। এরপর দিন থেকেই ঘরোয়া ফুটবলের কার্যক্রম আরম্ভ হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। আজ চ্যাম্পিয়নশীপ লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাফুফের এলিট একাডেমী ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে এবং ওয়ারী ক্লাব একই ব্যবধানে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়। ওয়ারীর হাফিজুল এবং এলিটের আসাদুল হ্যাটট্রিক করেন। আরেক ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ২-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

১৯ এপ্রিল চ্যাম্পিয়নশীপ লিগের খেলা শেষ হবে। ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ারে উঠার লড়াইয়ে রয়েছে।

এজেড/এইচজেএস