ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। ১২৫ বছরের এই ক্লাবটির আজ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। প্রাচীন এই ক্লাবে বাচ্চু ও মোমিন পন্থী দুই গ্রুপ বিদ্যমান। দুই গ্রুপের অনড় অবস্থানের জন্য এতদিন নতুন কমিটির পরিবর্তে মেয়াদউত্তীর্ণ কমিটি দিয়েই পরিচালিত হয়েছে ক্লাব। এবার দুই পক্ষ ছাড় দিয়ে ঐক্যের পথে হাটায় সমঝোতার মাধ্যমে আজ নতুন কমিটি গঠিত হয়েছে।

ক্লাবের প্রবীণ সদস্য ও উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টুর উপর কমিটি গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়। তিনি দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষে একটি কমিটি গঠন করেন। গঠনতন্ত্র অনুসারে ঢাকা জেলার ডিসি (জেলা প্রশাসক) ক্লাবের সভাপতি। বিগত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ সাধারণ সম্পাদক হয়েছেন।

বাচ্চু-মোমিন উভয় পক্ষের লোক নিয়েই কমিটি গঠন হয়েছে। আজ ক্লাব প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভা ও দ্বিবার্ষিক সভা শেষে সমঝোতায় কমিটি অনুমোদিত হয়েছে। তবে সাধারণ সভায় দুই-তিন জন কমিটি ঘোষণা হওয়ার আগে পুর্নমূল্যায়নের দাবি জানিয়ে বলেন, 'আমরা যতটুকু শুনেছি, এই কমিটিতে যারা ক্লাবের জন্য কাজ করে তাদের কয়েকজন নেই। তাদের অর্ন্তভূক্ত করার অনুরোধ জানাই।'

এমন বক্তব্যের প্রেক্ষিতে পল্টু বলেন, 'গঠনতন্ত্র অনুসরণ করে অনেকের সাথে আলাপ করে কমিটি করা হয়েছে। অনেককেই কমিটিতে রাখা যায়নি, তাদের সাব কমিটিতে স্থান দেয়া হবে।'

নতুন সদস্য করা নিয়ে বেশ অচলাবস্থা ছিল ক্লাবে। মেয়াদউত্তীর্ণ কমিটি শেষ পর্যন্ত বেশ বড় সংখ্যক সদস্য প্রদান করেছে। নতুন যারা সদস্য হয়েছে তারা নতুন কমিটিতে আসার জন্য বিবেচিত নয় বলে সাধারণ সভা থেকে মন্তব্য আসে এর প্রেক্ষিতে প্রবীণ সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, 'একজন সদস্য হলে ক্লাবের সকল কিছুতে তার অংশগ্রহণের অধিকার রয়েছে।'

বিশেষ সাধারণ সভা ও দ্বিবার্ষিক সাধারণ সভা একই দিন আয়োজন করা নিয়ে শুরুতেই এক সদস্য মন্তব্য করেন। গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা না থাকায় ও ক্লাবের প্রয়োজনে একই দিন আয়োজন অবৈধ নয় বলে বক্তব্য খন্ডানো হয়। দেশের সবচেয়ে প্রাচীন ক্লাবে বিগত কয়েকটি মেয়াদে ভোটা-ভুটি হলেও রেওয়াজ ছিল বিশেষ সভার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন। খানিকটা দেরি হলেও সেই পথে হাটল ওয়ারী।

এজেড/এইচজেএস