ফেডকাপের সেমিতে কিংস
ছবি: সংগৃহীত
এক মাসের বেশি বিরতির পর ঘরোয়া ফুটবল শুরু হয়েছে আবার৷ আজ মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের প্রথম কোয়র্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। ১৮ এপ্রিল চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের মধ্যকার জয়ী দলের সঙ্গে ৯ মে সেমিফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।
৩৪ মিনিটে সোমা ওতানীর কর্ণার কিক থেকে উড়ে আসা বল বক্সে লাফিয়ে উঠে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন বসুন্ধরার ডরিয়েলটন। ফলে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। কিন্তু সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি কিংস। যে ডরিয়েলটন দলকে পিছিয়ে দিয়েছিলেন তিনিই ৪২ মিনিটে বা প্রান্ত থেকে রবসন রবিনহোর বাড়িয়ে দেয়া বল পোস্টের কাছে থেকে ব্যকহিলে জালে পাঠিয়ে দেন (১-১)। প্রথমার্ধ শেষ হয়েছে সমতাতেই।
বিজ্ঞাপন
৭৮ মিনিটে বা প্রান্ত থেকে রবিনহোর কর্ণার জটলা থেকে হেডে লক্ষ্যভেদ করেন ডরিয়েলটন (২-১)। ৮১ মিনিটে বা প্রান্ত থেকে প্রায় ফাঁকা পোস্টে ঢুকে পড়েন ডরিয়েলটন। তবে ততক্ষণে দৌড়ে বক্সে চলে আসেন প্রতিপক্ষের তিন ডিফেন্ডার। ডরিয়েলটন বল পাঠিয়ে দেন ডান প্রান্তে থাকা রবিনহোকে। গোলরক্ষককে বোকা বানিয়ে নিজেদের তৃতীয় গোলটি আদায় করে নেন রবিনহো (৩-১)। আর এই গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় বসুন্ধরার।
এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বসুন্ধরা ও মুক্তিযোদ্ধার। সেই লড়াইয়ে বসুন্ধরা জিতেছিল ৪-৩ গোলের ব্যবধানে।
বিজ্ঞাপন
পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। যেখানে ধানমন্ডি ডার্বিতে মুখোমুখি হবে ঢাকা আবাহনী-শেখ জামাল।
এজেড/এইচজেএস