আন্তর্জাতিক গেমসগুলোতে ফুটবলে সাধারণত অলিম্পিক দল খেলে। অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের সাথে সর্বোচ্চ তিন জন ২৩ বছরের বেশি বয়সী ফুটবলার খেলতে পারেন। বাংলাদেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসে অবশ্য অলিম্পিক নয় সিনিয়র দলই খেলাতে পারবে দলগুলো। 

চলমান করোনা পরিস্থিতির উর্ধ্বগতিতে গেমস আয়োজন নিয়ে খানিকটা সংশয় তৈরি হলেও আয়োজক বাংলাদেশ অলিম্পিক 
অ্যাসোসিয়েশন (বিওএ) তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গেমসের অন্যতম আকর্ষণীয় ডিসিপ্লিন ফুটবল। বাফুফে ভবনে আজ (শনিবার) পুরুষ ও মহিলা দুই ইভেন্টেরই ড্র অনুষ্ঠিত হয়। 

পুরুষ ফুটবলে দশটি আর নারী ফুটবলে খেলছে আটটি দল। পুরুষ ফুটবলে সিনিয়র দল খেললেও নারী ফুটবলে আবার বাফুফে অ-১৪ পর্যায় রেখেছে। জেএফএ কাপের আঞ্চলিক পর্যায়ের সাত চ্যাম্পিয়নের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপিকে নিয়ে বাংলাদেশ গেমসের মহিলা ফুটবল হবে। মহিলা ফুটবল শুরু হবে ২৯ মার্চ আর শেষ হবে ৭ এপ্রিল। মহিলা ফুটবল অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। 

অন্যদিকে পুরুষ ফুটবল প্রতিযোগিতা ২৭ মার্চ শুরু হয়ে চলবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ হবে ৯ এপ্রিল। পুরুষ ও মহিলা উভয় ইভেন্টে দুই গ্রুপ হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল স্বর্ণের লড়াইয়ে নামবে আর বিজিত দুই দল খেলবে ব্রোঞ্জের জন্য। 

বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন, রানার্স আপ দল কোনো আর্থিক পুরস্কার পায় না শুধু স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। বাফুফে দুইটি ফুটবল ইভেন্টের জন্য অলিম্পিকের কাছে ৪৬ লাখ টাকার বাজেট দিয়েছিল। অলিম্পিক বাফুফেকে বরাদ্দ দিয়েছে ৩২ লাখ টাকা। 

বাজেট সম্পর্কে টুর্নামেন্ট উপলক্ষ কমিটির আহ্বায়ক ও বাফুফে নির্বাহী কমিটির সদস্য হারুনুর রশিদ বলেন, ‘টুর্নামেন্টের খরচ দিচ্ছে অলিম্পিক  অ্যাসোসিয়েশন। ৩২ লাখ টাকায় টুর্নামেন্ট আয়োজন একটু কষ্টসাধ্যই।’ 

ড্র অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরি, মাহফুজা আক্তার কিরণ, ইলিয়াস হোসেনসহ আরও অনেকে।

এজেড/এমএইচ