বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অলিম্পিক বাছাই টুর্নামেন্ট না খেলা নিয়ে এখনও আলোচনা চলছে। সঙ্কট অর্থ নাকি ব্যবস্থাপনার- এই আলোচনা এখন পুরনো। তবে তার মাঝেই সেই অর্থ বাজেটের বিষয়ে এবার মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

আজ (১৪ এপ্রিল) বাফুফে ভবনে সাফজয়ী নারী ফুটবলারদের মাঝে তিনি বরাদ্দকৃত ৫০ লাখ পুরস্কার প্রদান করেছেন। সেখানে অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত একটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য একটি বাজেট করা হয় সংশ্লিষ্ট কমিটি থেকে। এই টুর্নামেন্টের জন্য ফিন্যান্স কমিটির কাছে কোনো বাজেট আসেনি।’

ফিন্যান্স কমিটির কাছে কোনো বাজেট না আসলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট পাঠিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন। যেখানে বাফুফের পক্ষ থেকে ৯২ লাখ টাকার বাজেট দেখানো হয়। ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের অনুমতি বা অনুমোদন ছাড়া এই বাজেট কিভাবে প্রেরিত হলো তার উত্তর জানা নেই স্বয়ং কমিটি চেয়ারম্যানের।
 
অর্থাভাবে নারী দলের মিয়ানমার যাত্রা বাতিলের বিষয়টি মানতে পারছেন না ফেডারেশনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি মুর্শেদী, ‘আমাদের অর্থ সঙ্কট রয়েছে এটা সত্যি। তবে এত সঙ্কট নেই যে দল পাঠাতে পারব না। ছেলেদের দল বাইরে খেলে আসল, আবার বাইরে যাবে; এজন্য একটি বাজেট দিয়েছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে ফিন্যান্স কমিটির পক্ষ থেকে এই অর্থ যোগাড় করা সম্ভব হতো।’
 
ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ পদের পাশাপাশি ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সালাম মুর্শেদী সাবিনাদের বিষয়টি জানতে পারেননি, ‘ওই সময় আমি আমার রাজনৈতিক এলাকা খুলনায় ছিলাম। তাছাড়া আমাকে অবহিতও করা হয়নি।’

এজেড/এএইচএস