ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন। সভার পর ব্রিফিংয়ের আগমুহূর্তে সাংবাদিকরা বুম ও মোবাইল নিয়ে প্রস্তুত হচ্ছিলেন। সেই সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একটি বেফাঁস মন্তব্য করেন যা রেকর্ড হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বাফুফে সভাপতি। 

সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করার আগে সালাউদ্দিন বলছিলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে (হাসি)? এটা ম্যান্ডাটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

আরও পড়ুন >> বাফুফের ওয়েবসাইটের ত্রাহি দশা, জামালদের কোচ নাকি ল্যামোস!

ব্রিফিংয়ের বক্তব্য মিলিয়ে নেওয়ার সময় সাংবাদিকরা সালাউদ্দিনের এই আপত্তিকর মন্তব্য শুনতে পান। এরপর এই মন্তব্যের ব্যাখ্যা জানতে সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নাবিলের (সহ-সভাপতি) সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা জোক ছিল। সাংবাদিকদের উদ্দেশ্যে এটা বলিনি।’

বাফুফের নির্বাহী কমিটির সভার পর ব্রিফিং করেন সভাপতি কাজী সালাউদ্দিন

কয়েকজন সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করার পর বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে একটি ভিডিও বার্তা দিয়েছেন সালাউদ্দিন।

সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি দেখছি যে আমি সাংবাদিকদের আহত করার জন্য একটা কথা বলেছি। আসলে আমি সাংবাদিকদের কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিল, আমি জানি না। এ কথায় আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আমি খুব দুঃখিত, ক্ষমা চাই। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমাদের ব্যক্তিগত মজা চলছিল। ওখানে যে টেপ (রেকর্ড) আছে, সেটাও আমি জানি না। কাউকে কষ্ট দিয়ে থাকলে, অবশ্যই এটার জন্য আমি খুব দুঃখিত।’

এজেড/এএইচএস