অনেকদিন ধরেই যেন ফরাসি ক্লাব পিএসজির গলার কাটা হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়র। কিন্তু রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে ফরাসি শিবিরে আনায়, তার ট্রান্সফার ফি’টা বাধ সাধে পিএসজির। একইসঙ্গে নেইমারও তার ফরাসি জায়ান্টদের হয়ে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। অভ্যন্তরীণ অনেক ঝামেলায় জড়ালেও তিনি তার ইচ্ছায় অটল ছিলেন। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে, পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল এই ব্রাজিলিয়ানের। অবশেষে ক্লাবের আহবানে নেইমার সাড়া দিয়েছেন!

ব্রাজিলিয়ান আউটলেট ইউওএলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে আরেক পিএসজি তারকা লিওনেল মেসির সৌদি সফরকে কেন্দ্র করে কঠোর অবস্থানে যায় ক্লাব কর্তৃপক্ষ। তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা এবং জরিমানা করে পিএসজি। এরপরই মেসির বিরুদ্ধে ক্লাব সমর্থকগোষ্ঠীদের সংগঠন ‘আল্ট্রাস’ বিক্ষোভে নামে। একই সময় নেইমারকে পিএসজি ছেড়ে দেওয়ার দাবিতেও তারা স্লোগান দেন।

আরও পড়ুুন >> নেইমারকে নিতে মুখোমুখি দুই ইংলিশ ক্লাব

তবে এতসব ঘটনার মধ্যেও মাঠে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার। কারণ অ্যাঙ্কলের ইনজুরিতে তিনি পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। তবে তার আগে ক্লাবের হয়ে বেশ ভালো পারফর্ম করছিলেন নেইমার।  পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৯ ম্যাচে করেছিলেন ১৯ গোল। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য তাকে ক্লাবে আনার লক্ষ্য পূর্ণ না হওয়ায় তার ওপর অসন্তুষ্ট ছিলেন নাসের আল খেলাইফিরা। এই বছর শেষ ষোলো থেকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে বিদায় নেয় ফরাসিরা। তবে তার আগেই ইনজুরিতে পড়েন ব্রাজিল ফরোয়ার্ড। এরপরই ক্লাব মালিক খেলাইফি তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। যদিও পিএসজির সঙ্গে নেইমারের ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল বলছে, চলতি মৌসুম শেষেই ব্রাজিল তারকাকে ছেড়ে দেবে পিএসজি এবং নেইমারও তাতে সায় দিয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব নতুন করে স্কোয়াড গঠনের দিকে মনোযোগ দেওয়ার কাজ শুরু করেছে এবং বেতনের তালিকা থেকে নেইমারের নাম বাদ দিতে চায় তারা। এদিকে, তাকে দলে ভেড়াতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি আগ্রহের কথা জানিয়েছে। সেই গুঞ্জনে নিউক্যাসলও যোগ দিলেও পরবর্তীতে ক্লাব মালিক সেটি নাকচ করে দিয়েছেন। একইসঙ্গে জানিয়ে দেন যে, নেইমার ও রোনালদোকে কেনার মতো তাদের টাকা নেই।

এর আগের মৌসুমেও নেইমারকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজি। তবে সে সময় ৩১ বছর বয়সী এই তারকাকে কিনতে তারা আগ্রহী কোনো ক্লাব খুঁজে পায়নি। এরপর ক্লাব সতীর্থ ভিতিনহা ও হুগো একিতিকের সঙ্গে বিবাদ এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্কে জড়ান নেইমার। যা তার প্রতি ক্লাবের অসন্তুষ্টির মাত্রা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুুন >> পিএসজিকে ‘ছোট ক্লাব’ দাবি করা পোস্টে নেইমারের লাইক

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নেইমারকে নিতে আগ্রহের কথা জানিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। সেই সময় ইংলিশ ক্লাবের পক্ষ থেকে পিএসজির মালিক নাসির আল খেলাইফির সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছিল ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।

সেই দলবদলের আলোচনায় এরপর যোগ দিয়েছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে না পারায় নাসের আল খেলাইফি নেইমারকে বিক্রির ঘোষণা দেন। এরপরই তাকে কিনতে আগ্রহ দেখায় চেলসি। নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি। খেলাইফির সঙ্গে বোয়েলি নেইমারকে বিক্রির অপশন জানতে চেয়েছেন বলেও খবর বেরিয়েছে।

আরও পড়ুুন >> সুখবর দিলেন প্রেমিকা, বাবা হতে চলেছেন নেইমার

আরেক ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো দাবি করেছে, নেইমারের পরিস্থিতির ওপর কয়েক মাস ধরেই চোখ রেখেছে রেড ডেভিলসরা। জানুয়ারির দলবদলের সময়ও নাকি নেইমারের বিষয়ে খোঁজ খবর নিয়েছিল প্রিমিয়ার লিগের ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড কেনা-বেচা নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছিল গ্লাজের ফ্যামিলি। যার কারণে তখন নেইমারকে কিনতে পারেনি তারা। তবে আবারও নতুন করে আগ্রহ দেখিয়ে ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটি।

এএইচএস