মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়বেন এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু আগামী মৌসুমে তিনি কোথায় খেলবেন তা নিয়েই চর্চা হচ্ছে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর দলবদল ইস্যুতে প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য। সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও ওঠে আসছে আরও বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল

এবার নতুন খবর, সৌদির ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর বরাতে এমনটাই জানিয়েছে গোল ডটকম। ফুট মারকাতোর দাবি, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন: এশিয়া সফরের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন যারা

এর আগে জানা যাচ্ছিল, সৌদি আরবের লিগ নিজেদের টুর্নামেন্টকে অন্য অবস্থানে নিয়ে যেতে চায়। সে লক্ষ্যে তারা রোনালদোর পর এবার মেসিকেও উচ্চ বেতনে নেওয়ার পরিকল্পনা করেছে। শুধুমাত্র নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দামেই নয়, মেসির জন্য প্রস্তাবিত মূল্য ফুটবল ইতিহাসের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে। আল-নাসরে রোনালদোকে নেওয়ার পর থেকেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলাল চায় মেসিকে।

মেসির দলবদল নিয়ে গুঞ্জন থামছে না।

অবশ্য সৌদি আরবের এমন প্রস্তাবের খবর কদিন আগেই সামনে এনেছিল বার্তা সংস্থা এএফপি। এক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে চুক্তিও নাকি সেরে ফেলেছেন পিএসজি তারকা। তবে এমন খবর উড়িয়ে দেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। মেসির দলবদল ইস্যুতে একটি বিবৃতি দিয়ে তার বাবা জানিয়েছিলেন, আগামী মৌসুমের ব্যাপারে এখনো কোনো ক্লাবের সঙ্গে আমাদের কিছুই হয়নি। পিএসজিতে চলতি মৌসুম শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। 

আরও পড়ুন: মেসির গোলে রেকর্ড গড়ে পিএসজির শিরোপা

এদিকে, মেসির দলবদল গুঞ্জনে বার বার শোনা যাচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনার নামও। তবে ন্যু ক্যাম্পে ফিরতে হলে সৌদির মোটা প্রস্তাব বিসর্জন দিতে হবে তাকে। কদিন আগে সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। দলে থাকা গাভির মতো খেলোয়াড়কে নিবন্ধন করাতে, নতুনদের স্বাগত জানাতে ক্লাবটি ২০০ মিলিয়ন ইউরোর ফান্ড তৈরির চেষ্টা করছে। মেসিকে শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুতে আনতে পারলে তার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেবে লা লিগা চ্যাম্পিয়ন দলটি।

এফআই