ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের অন্যতম কিংবদন্তী আলফাজ আহমেদ। আলফাজের একমাত্র গোলেই বাংলাদেশ ১৯৯৯ সালে সাফ গেমসে ফুটবলে স্বর্ণ জিতেছিল। জাতীয় দল ছাড়াও মোহামেডানের হয়েও একাধিক শিরোপা রয়েছে এই সাবেক স্ট্রাইকারের।

গত এক দশক কোচিং করাচ্ছেন আলফাজ। মাঝে উত্তর বারিধারার হেড কোচ হলেও মোহামেডানের মতো বড় দলের প্রধান কোচ এবারই প্রথম। জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিককে দ্বিতীয় লেগে সরিয়ে আলফাজকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। স্বল্প সময়ের মধ্যে মোহামেডানকে শিরোপা এনে দেয়ার পর আলফাজ বলেন, 'আমার কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন এটি। এজন্য খেলোয়াড় সহ, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।'

খেলোয়াড় ও কোচ উভয় হিসেবে মোহামেডানে শিরোপা জেতানোর কৃত্তিত্ব সবার নেই। খুব সংক্ষিপ্ত তালিকার মধ্যে প্রবেশ করেছেন আলফাজ। দুই ভূমিকায় শিরোপা জেতার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলফাজ বলেন, 'অনেক দিন পর আবার মোহামেডানকে শিরোপায় সাহায্য করতে পেরেছি এতেই আমার আনন্দ।'

আলফাজের কোচিংয়ে বসুন্ধরা কিংসকে সেমিফাইনালে এবং ফাইনালে ঢাকা আবাহনীকে হারিয়েছে মোহামেডান। আজকের ফাইনালটিও ছিল অত্যন্ত প্রতিদ্বন্দীতাপূর্ণ। প্রথমার্ধে মোহামেডান ০-২ গোলে পিছিয়ে ছিল। আলফাজ বিরতির সময় খেলোয়াড়দের উজ্জ্বীবিত করেছেন এভাবে, 'নব্বই মিনিটের ম্যাচ এখনো আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি।' ফাইনালে ফিরে আসার অনুপ্রেরণা হিসেবে খেলোয়াড়দের লিগে শেখ রাসেলের ম্যাচের উদাহরণও দিয়েছেন। 

ফেডারেশন কাপের ফাইনাল দেখতে মোহামেডানের সাবেক তারকারা এসেছিলেন। বাংলাদেশের ফুটবল তো বটেই গোটা ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির মোহামেডানের সাব্বির হিসেবেই খ্যাত। দীর্ঘদিন পর মোহামেডান আজ চ্যাম্পিয়ন হওয়ায় বেশ তৃপ্ত সাব্বির, 'আমাদের মোহামেডানের পরিবারের জন্য বিশেষ একদিন। এমন দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম।’

মোহামেডানের এই সাফল্য সামনের দিনে এগিয়ে যাওয়ার ভীত হিসেবে মনে করেন আরেক সাবেক তারকা ইমতিয়াজ সুলতান জনি, 'মোহামেডানে একটা সাফল্য প্রয়োজন ছিল। দীর্ঘদিনের খরা কেটেছে। এখন আমাদের সামনের মৌসুমে লিগ ট্রফি জয়ের পরিকল্পনা করতে হবে।'

মোহামেডান ক্লাবে আজ রাতে আলোকসজ্জায় সজ্জিত হবে। ফুটবলার ও কোচিং স্টাফ ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজকের বিকেলের মতো রাতটিও হবে মোহমেডানের বিশেষ।
 
এজেড/এইচজেএস