ছবি: সংগৃহীত

মোহামেডানের জন্য ১৪ বছর পর শিরোপা জয়ের উপলক্ষ থাকলেও আবাহনীর জন্য ছিল শিরোপা ধরে রাখার। গত বছর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন ছিল আবাহনী। সেই শিরোপা ধরে রাখার মিশনে আজকের ম্যাচে দুই দফা লিড নিয়েও টাইব্রেকারে হেরে যায় তারা। 

চ্যাম্পিয়ন শিরোপা হাতছাড়ার দায়ভার নিজে নিলেন আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস, 'এই হারের দায়ভার আমিই নিচ্ছি। আমাদের এই ম্যাচে জয় পাওয়ার কথা ছিল। আমরা শিরোপা জয়ের জন্য যোগ্য দল ছিলাম। তবে আমরা পারিনি।'

খেলোয়াড় নির্বাচন ও পরিবর্তনে খুব একটা মুন্সিয়ানা দেখাতে পারেননি দুই দফা এগিয়ে থাকা ল্যামোস। খেলোয়াড় পরিবর্তন ও নির্বাচন প্রসঙ্গে বলেন, 'রাফায়েল আগুস্তো পুরো ফিট ছিলেন না। তবে সে আমাদের অধিনায়ক। তাই তাকে খেলানো হয়েছে।'

ম্যাচটি আবাহনীর কাছ থেকে দুই দফা কেড়ে নিয়েছেন মোহামেডানের মালির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষ কোচের দৃষ্টিতে সুলেমান নায়ক, 'বাংলাদেশে দিয়াবাতে অন্যতম সেরা একজন স্ট্রাইকার। সে আজ তার সেরাটা দিয়েছে। সকলকে নিজের সক্ষমতা দেখিয়েছে।' 

১২০ মিনিটে সমানে সমান লড়লেও টাইব্রেকারে হারের কারণ সম্পর্কে বলেন, 'টাইব্র্রেকারে দুটি শট মিস হবে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। তবে এখানে গোলরক্ষককে কৃতিত্ব দিতে হয়। সে দারুন সেভ করেছেন।'

এজেড/এইচজেএস