ছবি: সংগৃহীত

ক্লাব পাড়ায় ক্যাসিনো কান্ডে অনেক ক্লাব এখনো তালাবদ্ধ। সেই তালাবদ্ধ ক্লাব খুলতে উদ্যোগ নিয়েছে বাফুফে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা আজ বাফুফে ভবনে এসেছিলেন। লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন ও আহ্বায়ক আতাউর রহমান ভূইয়া মানিক এই বিষয় নিয়ে আলোচনা করেন। 

লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, 'এই ক্লাবগুলো অধিকাংশই ফুটবল ভিত্তিক। ফুটবল মৌসুমের সময় ক্যাম্প পরিচালনায় তাদের অনেক কষ্ট হয়। সেই বিষয় বিবেচনা করে আমরা এই ক্লাবের অচলাবস্থা দূরের উদ্যোগ নিয়েছি।' ক্লাবগুলো বন্ধ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ক্লাবগুলো ক্রীড়ায় অংশ নিলেও ক্রীড়া মন্ত্রণালয়-জাতীয় ক্রীড়া পরিষদের কোনো সম্পৃক্ততা নেই ক্লাবগুলোর উপর। 

বাফুফে সহ-সভাপতি মানিক বলেন, 'আমরা ক্লাবগুলোকে আগামীকাল বাফুফে সভাপতি বরাবর আবেদন করতে বলেছি। সেই আবেদন নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে যাব। আশা করি ক্লাবগুলো খুলে ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।’ 

রমজান মাসে সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার ক্লাবগুলো খোলার ব্যপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনা করেছিলেন। বাফুফে প্রয়োজনে গাফফারের সহায়তাও নিতে পারে এক্ষেত্রে। ২০১৯ সালে ক্যাসিনো কান্ডের পর ক্লাবগুলো তালাবদ্ধ। তিন-চারটি মৌসুম অনেক কস্টে পার করেছে ভুক্তভোগী ক্লাবগুলো। বাফুফে বিগত সময়ে ক্লাবগুলো নিয়ে বৈঠক করলেও সেভাবে কার্যকরি কিছু করতে পারেনি।

এজেড/এইচজেএস