ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ এনজে পস্তেকোগলুকে হেড কোচের দায়িত্ব দিয়েছে টটেনহ্যাম। ৫৭ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তি করেছে স্পার্সরা। 

২০১৮-১৯ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন মাউরিসিও পচেত্তিনো। এরপর ভালো খেলা উপহার দিতে পারেনি স্পার্সরা। যদিও হোসে মরিনহো, নুনো সান্তোস ও অ্যান্তোনিও কন্তের মতো হাই প্রোফাইল কোচ নিয়োগ দিয়েছে দলটি। 

পস্তেকোগলুর প্রোফাইল অতো ভারী নয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কাজের অভিজ্ঞতা নেই তার। তবে ব্রিসবেন রোয়ার, মেলবোর্ন ভিক্টরি, অস্ট্রেলিয়া জাতীয় দলের পর সর্বশেষ স্কটিশ ক্লাব সেল্টিকে দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান। 

দু’বছর সেল্টিকের ডাগ আউটে দাঁড়িয়ে দলটিকে ছয়টি শিরোপা জিতিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জিতেছে তার দল।  

এনজেকে দায়িত্ব দেওয়ার বিষয়ে স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘এনজে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা উচ্ছ্বসিত। তিনি ইতিবাচক মানসিকতা, গতি ও আক্রমণাত্মক ফুটবল ফেরাবেন। খেলোয়াড় তৈরি করা এবং একাডেমি পর্যায় থেকে খেলোয়াড়দের মধ্যে লিংক তৈরি করার ভালো রেকর্ড রয়েছে তার। যা আমাদের জন্য খুব দরকার।’

এইচজেএস