আসন্ন সাফ উপলক্ষ্যে স্কোয়াডের ৩০ জনকে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে আগে থেকেই ইনজুরিতে ভোগা ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা দলের সঙ্গে অনুশীলনে থাকতে পারেননি। শেষ পর্যন্ত দল থেকে ছিটকে গেছেন এই ডিফেন্ডার। 

ক্যাবরেরার ৩০ জনের দলে ইনজুরিতে রয়েছেন আরও কয়েকজন ফুটবলার। তাদের সম্পর্কে ম্যানেজার আমের খান বলেন, ‘রাকিব, তপুর এমআরই করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে। তবে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক ও কোচিং স্টাফ মিলে।’

সাফের জটিলতা কিছুটা কমেছে। ফলে ভিসাসংক্রান্ত ঝামেলা আপাতত চুকিয়ে বাংলাদেশের ফুটবলাররা অনুশীলন শেষে হোটেল থেকে ছুটে যান ভারতীয় ভিসা সেন্টারে। লক্ষ্য পাসপোর্ট সংগ্রহ। 

আগামী পরশু (১০ জুন) বাংলাদেশ দল কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। ১৫ জুন কম্বোডিয়ায় ফিফা প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর বাংলাদেশ ১৬ জুন কম্বোডিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবে। কম্বোডিয়া যাওয়ার আগে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ ক্যাববেরা। টুটুল হোসেন বাদশা ছিটকে যাওয়ায় হ্যাভিয়েরকে আর ছয় ফুটবলারকে বাদ দিতে হবে। 

এজেড/এএইচএস