ছবি: সংগৃহীত

ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ফাইনালটা মোটেও ভালো কাটল না নেদারল্যান্ডসের। তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হয়ে আসর শেষ করল ইতালি।  

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোববার পাঁচ গোলের লড়াইয়ে ডাচদের ৩-২ ব্যবধানে হারায় রবের্তো মানচিনির দল।

ফেদেরিকো দিমার্কো ও দাভিদে ফ্রাত্তেসির গোলে ২০ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। ৬৮তম মিনিটে ব্যবধান কমান ডাচ ফরোয়ার্ড স্টিভেন বেরহাস। তবে চার মিনিট পর ফের ইতালির দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ফেদেরিকো চিয়েসা। 

৮৯তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের গোলে ফের ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় নেদারল্যান্ডস। ৯ মিনিট যোগ করা সময়ে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেনি তারা।

চার দলের ফাইনালে প্রথম সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে হারে নেদারল্যান্ডস। আরেক সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারে ইতালি।

এইচজেএস