মারুফের স্থলাভিষিক্ত মিন্টু
বামে মারুফ ডানে মিন্টু
সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান কোচ৷ গত মৌসুমে মাঝপথে সাইফুল বারী টিটুর অব্যাহতির পর প্রধান কোচের দায়িত্ব পান তিনি। ২০১৫ কেরালা সাফে জাতীয় দলের সহকারি কোচ এবার মিন্টুকে সেপ্টেম্বরে এএফসি অ-২৩ বাছাইয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
আজ জাতীয় দল কমিটির মূলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় মিন্টুকে প্রধান এবং মাসুদ পারভেজ কায়সারকে সহকারী কোচ করা হয়েছে এএফসি অ-২৩ টুর্নামেন্টের জন্য। কায়সার প্রিমিয়ার লিগের দল ফর্টিজ এফসির সহকারী হিসেবে কাজ করছেন।
বিজ্ঞাপন
জাতীয় দল কমিটির আজকের সভায় বাফুফেতে সশরীরে ছিলেন দুই জন। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদসহ বাকিরা অনলাইনে যুক্ত ছিলেন। সভা শেষে জাতীয় দল কমিটির অন্যতম সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, 'সবার আলোচনার ভিত্তিতে মিন্টুকে প্রধান ও কায়সারকে সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।'
বিজ্ঞাপন