ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে আজ গ্রুপ পর্বের শেষ দিন। বি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। লেবাননের এই জয়ে বাংলাদেশের সেমির পথ আরো সুগম হয়েছে। 

দিনের পরের ম্যাচে বাংলাদেশ ভূটানের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ-ভূটান ম্যাচ ড্র হলে বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনালে খেলবে। লেবানন গ্রুপের তিন ম্যাচেই জয়লাভ করে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। 

মালদ্বীপ টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। মালদ্বীপকে টুর্নামেন্টে রাখতে পারে কেবল ভূটান। বাংলাদেশকে ভূটান যদি ২ গোলের ব্যবধানে হারাতে পারে তখন বাংলাদেশ,মালদ্বীপ ও ভূটান তিন দলেরই সমান ৩ পয়েন্ট হবে। হেড টু হেড হিসাব আগে হলেও তিন দলই একে অপরকে হারিয়েছে ফলে গোল ব্যবধানে দ্বিতীয় গ্রুপ সেরা নির্ধারণ হবে। বাংলাদেশ ২ গোলের ব্যবধানে হারলে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে -১ গোল গড়ে এগিয়ে থেকে সেমিফাইনাল খেলবে। অন্য দিকে ভূটানকে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে চার গোলের ব্যবধানে হারাতে হবে। ভূটান চার গোলে হারালে তাদের গোল ব্যবধান দাড়াবে -১। মালদ্বীপের সমান গোল ব্যবধান হলেও তখন ভূটান বেশি গোল দেয়ায় সেমিতে খেলবে।

এজেড/এইচজেএস