ফাইল ছবি

বাংলাদেশের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী৷ ইনজুরির জন্য ভুটান ম্যাচে খেলতে পারেননি। আগামীকাল কুয়েতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। 

আজ ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তারিক কাজী প্রসঙ্গে বলেন, 'তার অ্যাঙ্কেল ইনজুরি। সে আজ অনুশীলন করবে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং তার ইচ্ছার উপর সিদ্ধান্ত নেয়া হবে।' তারিক কাজী ভুটান ম্যাচের আগে অনুশীলনেও ছিলেন না। 

আজ বিকেলে ব্যাঙ্গালোরে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। তারিক কাজী অনুশীলনে যোগ দিলেও ম্যাচে থাকা এখনো নিশ্চিত নয়। কোচ ফিট খেলোয়াড় খেলানোর পক্ষে, 'সে ফিট থাকলে খেলবে না হলে ভুটান ম্যাচের মতো অন্য কেউ খেলবে। এটা নিয়ে আমি চিন্তিত নই।'

বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী মালদ্বীপ ম্যাচে একটি গোল করেন। গোল করার কিছুক্ষণ পরেই পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আগের ম্যাচে লেবাননের বিপক্ষে দুর্দান্ত ডিফেন্স করা তারিক ৮০ মিনিটে এক ভুলে বাংলাদেশকে পিছিয়ে দেন।  

এজেড/এইচজেএস