ফাইল ছবি

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়াটার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর থেকেই রোহিত-কোহলিদের বিপক্ষে সাকিব-তামিমদের ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। দুই দেশের মাঠের লড়াইয়ে এমন রোমাঞ্চের গল্পটা এখন ক্রিকেট ছাপিয়ে ফুটবলেও আছড়ে পড়েছে। ক্রিকেটে দুই দলের শক্তিমত্তা অনেকটাই কাছাকাছি হলেও ফুটবলে স্পষ্ট এগিয়ে ভারত। তারপরও ভারতকে সামনে পেলে চোখে চোখ রেখেই কথা বলে টাইগাররা। সেটা জানা আছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীরও। তারপরও চলমান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে চান তিনি। 

এবারই প্রথম সাফের বাইরে দুইটি দল কুয়েত ও লেবানন অতিথি হিসেবে অংশ নিয়েছে। দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর সাফ অঞ্চলের ভারত ও বাংলাদেশ আছে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। 

ছেত্রীকে জিজ্ঞাসা করা হয় ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান? উত্তরে তিনি বলেন, 'আমি শুধু আমাদের ম্যাচ নিয়ে ভাবছি, অবশ্যই আমরা ফাইনালে উঠতে চাই। যদি আপনি আমাকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে একটা দলকে বেছে নিতে বলেন, আমি বলব বাংলাদেশ। কেননা বাংলাদেশ সাফের দল। আমি কুয়েত ও লেবাননকে অনেক শ্রদ্ধা করি, কেননা তারা শীর্ষ দল, কিন্তু যদি আমাকে বেছে নিতে হয়, তাহলে বাংলাদেশের কথা বলব এবং সেটা শুধুমাত্র সাফের দেশ এবং দল বলে। এ ছাড়া আর কোনো কারণ নেই। এটা সাফ কাপ, সেখানে সাফের দুটি দল ফাইনাল খেললে ভালো।'

লেবানন ও কুয়েতের মতো দলকে হারিয়ে ভারত ও বাংলাদেশকে ফাইনালে যেতে আরো অনেক কাজ করতে হবে মনে করেন ছেত্রী। তিনি বলেন, 'আমি নিশ্চিত ভারত এবং বাংলাদেশ দুই দলের অনেক কাজ করতে হবে, যখন আমরা লেবানন ও বাংলাদেশ কুয়েতের মুখোমুখি হবে।'

কুয়েত ম্যাচের বাংলাদেশের ফুটবলারদের প্রতি তার বার্তা কি থাকবে। এই প্রশ্নের উত্তরে ছেত্রী বলেছেন, 'আপনি জানেন, যখন আমি বাংলাদেশের বিপক্ষে খেলি, তখন ওদের ছেলেরা আমাকে কিভাবে ট্রিট করে? এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? তো ওদের প্রতি আমার বার্তা কোনো পার্থক্য গড়ে দেবে না। যখন আমরা ওদের বিপক্ষে খেলি, তখন ম্যাচ প্রায় হয়ে ওঠে যুদ্ধের মতো! মাঠে আমি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের কাছ থেকে এক বিন্দু ভালোবাসা পাইনি (হাসি)। তবে এর বাইরে, যেহেতু আপনারা আমার বার্তা শুনতে চাইছেন-তাদেরকে শুভকামনা জানাই। সব ম্যাচে ভালো খেলো, আমাদের বিপক্ষে খেল না।'

এইচজেএস