তদন্ত: বাফুফের কাছে কাগজপত্র চেয়েছে মন্ত্রণালয়
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত কিছু দিন ধরেই আলোচনার মধ্যে। এর অধিকাংশই নেতিবাচক এবং আর্থিক অসঙ্গতি সংক্রান্ত। মাঠের খেলা ফুটবল এখন আদালত পাড়ায় ঘুরপাক খাচ্ছে। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সেই তদন্ত কমিটি আজ বাফুফে ভবনে এক সভা করেছে। সভা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, 'আমরা বাফুফের বিষয়ে তদন্ত করব তাই ঘটনাস্থল সরেজমিনে আসলাম।’ পাঁচ সদস্যের প্রতিনিধি দল যখন ফেডারেশনে আসেন তখন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও ছিলেন। সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেছেন প্রতিনিধি বর্গ, 'তিনি যেহেতু প্রতিষ্ঠানের প্রধান এবং উপস্থিত ছিলেন তার সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করেছি’ বলেন তদন্ত কমিটির আহ্বায়ক।
বিজ্ঞাপন
তদন্ত মূলত বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে। সেক্ষেত্রে কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন এ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। বাফুফেকে কয়েক বছর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশেষভাবে ২০ কোটি টাকা প্রদান করেছিল। সেই টাকার ব্যয়ের অনুসন্ধান হবে কিনা এররও উত্তর দেননি আহ্বায়ক। তিনি তদন্ত নিয়ে শুধু বলেছেন, 'বাফুফের কাছে কিছু কাগজপত্র চেয়েছি। আমরা একটি রুপরেখার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত কার্যক্রম করব।’
ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ সহ আরো তিন জন রয়েছেন। এর মধ্যে দুই জন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা আরেকজন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস